নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর ২০২০ | ২:৩৫ অপরাহ্ণ
শনিবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়ালি (অনলাইন) অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডররা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৮ অক্টোবর কোম্পানির পর্ষদ গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এ ছাড়াও শেয়ারহোল্ডাররা গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।
কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে এজিএমে পরিচালকদের মধ্যে ইকবাল আহমেদ, ওকে চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব আসাদ উল্ল্যাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan