নিজস্ব প্রতিবেদক | ১০ জুন ২০২১ | ১০:৫৪ এএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদরাবা পাপেচ্যুয়াল বন্ড ইস্যুতে সংশোধন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪৫০ কোটি টাকার মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। আর ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে তুলবে।
এর আগে ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর তথ্য জানানিয়েছিল।
বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মুদরাবা পারপেচ্যুয়াল বন্ডের ব্যাসেল-৩ এবং এডিশোনাল টিয়ার-১ এর শর্ত পূরণ করবে। নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।
বাংলাদেশ সময়: ১০:৫৪ এএম | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan