বিবিএনিউজ.নেট | ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২:০৪ অপরাহ্ণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে।
সোনালী ব্যাংকের বিমানবন্দর শাখার অধীনে ওভারস্টে ফি গ্রহণ এবং মুদ্রা বিনিময় বুথ যাত্রীদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত সেবা প্রদান করবে।
রোববার বিমানবন্দরের অভ্যন্তরে বুথটি উদ্বোধন করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
এ সময় অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed