বিবিএনিউজ.নেট | ০৮ অগাস্ট ২০১৯ | ১২:২১ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এস্কোয়ার ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের এমডি ও সিইও এম শহীদুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান ও এস্কোয়ার ইলেকট্রনিকসের জিএম মো. মনজুরুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা এস্কোয়ার ইলেকট্রনিকসের যেকোনো পণ্য বিভিন্ন মেয়াদে যেমন তিন থেকে ১২টি কিস্তিতে শূন্য শতাংশ সুদে ক্রয় করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এএমডি আব্দুল আজিজ, ডিএমডি মো. শাহজাহান সিরাজ, এম আখতার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার ও এস্কোয়ার ইলেকট্রনিকসের ম্যানেজার (ফিন্যান্স) আনোয়ারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:২১ পিএম | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed