| বুধবার, ১০ জুলাই ২০২৪ | প্রিন্ট | 37 বার পঠিত
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের চুক্তির মেয়াদ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ চলতি বছরের ০৯ ফেব্রুয়ারি শেষ হয়।
গতকাল ০৯ জুলাই বিদ্যুৎ সরবরাহের চুক্তির প্রথম সংশোধনী কার্যকর হিসেবে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিস’ শর্তে আরও পাঁচ বছরের চুক্তি করে কোম্পানিটি।
উভয় প্রতিষ্ঠানের আলোচনার প্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ আরও ৫ বছরের জন্য অনুমতি পায় শাহজিবাজার পাওয়ার।
Posted ১:২৮ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan