বিবিএনিউজ.নেট | ২৯ মার্চ ২০১৯ | ২:৪৪ অপরাহ্ণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোলস্না সভায় সভাপতিত্ব করেন।
সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কুদ্দুস ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউলস্নাহ সাহিদ, মো. হারুন মিয়া, মো. আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, খোরশেদ আলম খান, মো. মশিউর রহমান চমক, ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed