| মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 17 বার পঠিত
গত পাঁচ বছরে দেশের শেয়ারবাজার থেকে বেড়িয়ে গেছে প্রায় সোয়া ৬ লাখ বিনিয়োগকারী। যার মধ্যে অনাবাসী বিও হিসাবধারীর সংখ্যা ৭৬ হাজার ৪৯২ এবং দেশি বিও হিসাবধারী ৫ লাখ ৪৮ হাজার ৪৭৫টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসব বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পরও বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত মুনাফা না পেয়ে তাঁরা শেয়ারবাজার ছেড়েছেন।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত দেশে অনাবাসী বিনিয়োগকারীর বিও হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৪৫৭টি। এটি ক্রমেই কমে চলতি বছর ৯ অক্টোবর এসে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৬৫টিতে।
অর্থাৎ, গত পাঁচ বছরের মধ্যে আড়াই গুণের বেশি (২.৬২) অনাবাসী বিনিয়োগকারী শেয়ারবাজার ত্যাগ করেছে, যা মোট অনাবাসী বিও হিসাবধারীর ৬১.৯৫ শতাংশ।
অনাবাসী ছাড়াও, এই সময় দেশি বিনিয়োগকারীদেরও বিও সংখ্যা কমেছে ৫ লাখ ৪৮ হাজার ৪৭৫টি। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে এই বিও হিসাবধারীর সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৫০৪টি থেকে ১৬ লাখ ১১ হাজার ২৯টিতে এসে ঠেকেছে। এর মানে হচ্ছে, মোট দেশি বিও হিসাবের ২৫.৩৯ শতাংশ শেয়ারবাজার ত্যাগ করেছে।
এতে দেখা যায়, গত ৫ বছরে সব মিলিয়ে ৬ লাখ ২১ হাজার ৫৪টি বিও হিসাব কমেছে। ২০২০ সালের ৭ অক্টোবর বিও হিসাব ছিল ২২ লাখ ৯৬ হাজার ৩৭৩, যা ৯ অক্টোবর দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৩১৯টি। অর্থাৎ এই সময়ে ২৭ শতাংশ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন।
প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ২১ লাখ ৫৯ হাজার ৫০৪টি, পরের বছরের একই দিনে দাঁড়ায় ১৮ লাখ ৯৬ হাজার ৮৭৫টিতে। এরপর ২০২২ সালের ৭ অক্টোবরে বিও নেমে আসে ১৭ লাখ ৭০ হাজার ২৯৮টিতে এবং ২০২৩ সালের একই দিনে বিও কমে দাঁড়ায় ১৬ লাখ ৮০ লাখ ৩০৬টিতে।
Posted ১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan