| শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
শেয়ার লেনদেনে কারসাজির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা যায়, শেয়ারবাজারের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে হিরুসহ আট ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর ২০২১ হতে ২৬ অক্টোবর ২০২১ পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সাজেদ মাদবর কে ১ কোটি ৬০ লক্ষ, মো. বাশার-কে ১ কোটি ১৫ লক্ষ, মু. আবুল খায়ের-কে ১৯ কোটি ১৫ লক্ষ, কনিকা আফরোজকে ২ কোটি ৯০ লক্ষ, কাজি সাদিয়া হাসানকে ১ কোটি ৯০ লক্ষ, কাজি ফুয়াদ হাসানকে ১ লক্ষ, ডিআটি কোপারেটিভ-কে ৮৪ লক্ষ ও আবুল কালাম মাতবর কে ২২ কোটি ৩০ লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, শেয়ারবাজারে তালিকভুক্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি)
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অক্টোবর ২০২১ তারিখ হতে ২৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আবুল কালাম মাতবরকে ৭ কোটি ২০ লাখ, ডিআইটি কোপারেটিভ লিমিটেডকে ১৫ কোটি, কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি, কোনিকা আফরোজকে ১৯ কোটি, মোঃ আবুল খায়েরকে ১১ কোটি ও সাজিদ মাতবরকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অপরদিকে, শেয়ারবাজারে তালিকভুক্ত এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর ২০২১ তারিখ হতে ২৭ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মো: আবুল খায়েরকে ২ কোটি ৩০ লাখ, মোঃ আবুল কালাম মাতবরকে ৪ কোটি ১৫ লাখ, কাজী সাদিয়া হাসানকে ১১ লাখ, কোনিকা আফরোজকে ১ লাখ, ডিআইটি কোপারেটিভ লিমিটেডকে ১২ লাখ, আলিয়া বেগমকে ১ লাখ, মহাম্মদ বাসারকে ১ লাখ, মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ১ লাখ, সাজিদ মাতবরকে ১ লাখ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অন্যদিকে, শেয়ারবাজারে তালিকভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার ে কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন ২০২১ তারিখ হতে ৫ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মো: আবুল খায়েরকে ১ লাখ, মোঃ আবুল কালাম মাতবরকে ১ লাখ, কাজী সাদিয়া হাসানকে ২ লাখ, কোনিকা আফরোজকে ১ লাখ, কাজী ফরহাদ হাসানকে ৩৫ লাখ, কাজী ফুয়াদ হাসানকে ৩৫ লাখ টাকা অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া, শেয়ারবাজারে তালিকভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরা হলেন- দুইজনকে মাহফুজা আক্তার ও দেওয়ান সালেহিন মাহমুদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ নভেম্বর ২০২৩ তারিখ হতে ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মাহফুজা আক্তারকে ১০ লাখ এবং দেওয়ান সালেহিন মাহমুদকে ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অর্থদন্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত কমিশন সভায় সম্মন্বিত গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতির (যা পরবর্তীতে পুরণ হয়েছে) কারণে এএনডাব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
Posted ১০:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan