• শেষ কার্যদিবসে বড় পতন পুঁজিবাজারে

    বিবিএ নিউজ.নেট | ২০ মে ২০২১ | ৫:১৫ অপরাহ্ণ

    শেষ কার্যদিবসে বড় পতন পুঁজিবাজারে
    apps

    আগের দিন উত্থান হলেও আজ বৃহস্পতিবার বড় পতন হয়েছে পুঁজিবাজারে।

    এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮১৩.০৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৫৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৭২.৮১ পয়েন্টে এবং ২ হাজার ১৭৮.৪৭ পয়েন্টে।

    আজ ডিএসইতে ১ হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৪৬ কোটি ২৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকার।


    ডিএসইতে আজ ৩৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৮টির বা ১৮.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৩৪৬টির বা ৬৫.১৮ শতাংশের এবং বাকি ৫৭টির বা ১৫.৮৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৪.৮০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬ হাজার ৮৩৭.৬৪ পয়েন্টে।

    সিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ১৯৯টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি