বিবিএনিউজ.নেট | শনিবার, ২৯ জুন ২০১৯ | প্রিন্ট | 857 বার পঠিত
রাজধানীর উত্তরায় শেষ হলো বিসিক ও স্কিটি কর্মকর্তাদের জন্য ৫ দিনব্যাপী ‘Investment Project Preparation and Appraisal-প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। সনদপত্র বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। প্রশিক্ষণে বিসিকের প্রধান, জেলা, উপজেলা, আঞ্চলিক কার্যালয় এবং স্কিটির ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিসিক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটির নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।
অন্যদিকে রাজশাহীতে শেষ হলো এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল অ্যাসিসটেন্স টু বিসিক’-এর আয়োজনে ‘Entrepreneurship Development Training for ICT Freelancer-আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। রাজশাহীর সাহেব বাজারের হোটেল মুক্তা ইন্টারন্যাশনালে আয়োজিত এ প্রশিক্ষণে ২৫ জন নারী অংশগ্রহণকারীকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও বরিশালে ২৫ জন করে নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরেও এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। মোট ৮টি বিভাগীয় শহরে ২শ জন ফ্রিল্যান্সারকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসএমই ফাউন্ডেশন।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed