• শেয়ারদর বাড়লেও কমেছে সূচক

    বিবিএ নিউজ.নেট | ০৭ অক্টোবর ২০২১ | ৪:০৮ অপরাহ্ণ

    শেয়ারদর বাড়লেও কমেছে সূচক
    apps

    লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর বাড়লেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ অক্টোবর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

    আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩৪২.৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৫.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ৭৬৭.৩৮ পয়েন্টে।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসইতে আজ দুই হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৪ কোটি ৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৬৮১ কোটি ২৬ লাখ টাকার।

    ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৮টির বা ৫৮.৪৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৭টির বা ৩১.৩৭ শতাংশের এবং ৩৮টির বা ১০.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫১.৯৮ পয়েন্টে।

    সিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি