মঙ্গলবার ১৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারের সংকট উত্তরণে এক সঙ্গে কাজ করবে ডিএসই ও সিএসই

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   70 বার পঠিত

শেয়ারবাজারের সংকট উত্তরণে এক সঙ্গে কাজ করবে ডিএসই ও সিএসই

সাম্প্রতিক সময়ে নানা কারণে শেয়ারবাজারের সংকট উত্তরণে এক সঙ্গে কাজ করবে ডিএসই (ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ) ও সিএসই (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ)।

নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে উভয় স্টক এক্সচেঞ্জকে সতর্ক থাকতে হবে৷

এছাড়াও এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা শেয়ারবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ এসব বিষয়েও উভয় স্টক এক্সচেঞ্জকে সতর্ক থাকতে হবে৷

সোমবার (২১ আগষ্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠককালে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এসব কথা বলেন৷ এই সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর মোঃ (অবঃ) ইমদাদুল ইসলাম৷

ডিএসই চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে৷ এজন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে৷ যে কোন মূল্যেই হোক বিনিয়োগকারী তথা শেয়ারবাজার সংশিষ্ট সকল পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি শেয়ারবাজারকে গতিময় করে তুলতে হবে৷ শেয়ারবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী নিয়ে আসতে হবে৷ আমি আশা করি ডিএসই ও সিএসইসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্ঠায় দেশের শেয়ারবাজার পণ্য বৈচিত্রে বৈচিত্রময় হয়ে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করবে৷

সিএসই চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন৷ এই সময়টা শেয়ারবাজারের জন্য বিশেষ গুরুতপুর্ণ৷ কোন মহল যেন শেয়ারবাজারের ওপর কোন রকম প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে এক সাথে কাজ করব বলে তিনি দৃঢ় মত ব্যক্ত করেন।

আসিফ ইব্রাহিম বলেন, বর্তমান সংকটময় সময় থেকে উত্তোরনের জন্য উভয় স্টক একচেঞ্জ শেয়ারবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা এবং আরও নতুন প্রডাক্ট চালু করার ব্যাপারে কাজ করবে৷

এছাড়াও তথ্য, প্রযুক্তির উপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা শেয়ারবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি৷ আমরা এ বিষয়ে একমত হয়েছি উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব যাতে বাংলাদেশের শেয়ারবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি৷

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।