নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই ২০২১ | ১১:৪৪ অপরাহ্ণ
শেয়ারবাজারে লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঈদুল আজহার কারণে চলমান কঠোর বিধিনিষেধ আটদিনের জন্য শিথিল করেছে সরকার। তবে এরপর আবার দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ সময় নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার, রোববার ও সোমবার (১৫, ১৮ ও ১৯ জুলাই) লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এরপরের দুই সপ্তাহ কঠোর বিধিনিষেধের সময় (২৫ জুলাই থেকে ৫ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আজ বুধবার (১৪ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, উল্লেখি সময়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে লেনদেন পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে বিএসইসি। এ সময়ে অফিস পরিচালনার ক্ষেত্রে মোট জনবলের ২৫ শতাংশ দিয়ে অফিসের কার্যক্রম চালাতে হবে। কোনক্রমেই সশরীরে ব্রোকারেজ হাউসে এসে লেনদেন করা যাবে না।
বাংলাদেশ সময়: ১১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan