নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালক। এই পরিচালকেরা মোট কোম্পানির ২৮ লাখ ২৫ হাজার শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক অবশরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২৭ লাখ ৩৯ হাজার ৫৬৭টি শেয়ার রয়েছে।
এ কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক উম্মে কুলসুম মান্নান ৫ লাখ ৭০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১৪ লাখ ৩৭ হাজার ৯টি শেয়ার আছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক সানম্যান সোয়েটার্স ৩ লাখ ৮০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১২ লাখ ৪৩ হাজার ৯৪৯টি শেয়ার রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan