
| সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট | 377 বার পঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল সোমবার (১৬ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাগণ, কোম্পানি সচিব ও ভিপি (উন্নয়ন প্রশাসন)। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম।
Posted ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy