বিবিএনিউজ.নেট | ১৯ ডিসেম্বর ২০২০ | ৪:২৭ অপরাহ্ণ
হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’তে বদি চরিত্রে অভিনয় করেছিলেন আব্দুল কাদের। সেই আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন, জানিয়েছেন কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।
তিনি বলেন, ‘বাবা ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাঁকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসব।’
তবে কাদেরের ‘কোথাও কেউ নেই’ সহকর্মী আসাদুজ্জামান নূর তাঁকে সাহস দিয়েছেন। ফিরে আসতে বলেছেন দেশে। জাহিদা ইসলাম বলেন, ‘আমার শ্বশুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর। তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন। ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদী তিনি।
বাংলাদেশ সময়: ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed