মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে প্রায় সাড়ে ৭ হাজার টাকার পুঁজি গায়েব

  |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   53 বার পঠিত

সপ্তাহজুড়ে প্রায় সাড়ে ৭ হাজার টাকার পুঁজি গায়েব

বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুলাই) প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছে বিনিয়োগকারীরা। অর্থাৎ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৪১০ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা বা ১.১০ শতাংশ। যদিও আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে সূচকের মিশ্র প্রবণতা ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.২২ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৬.৭৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১.১৭ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২০৭.৫৩ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৮.৯৮ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২.৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ২৯.২৬ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮.৬৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২২০টি, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫১ কোটি ৮ লাখ ৪০ হাজার শেয়ার ১১ লাখ ৬৬ হাজার ৫৬৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৮৪ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা বা ৮০.৫৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৪১০ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা বা ১.১০ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৪.০৮ পয়েন্ট বা ১.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫৭.৬০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৭০.১৪ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৫.২০ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১০.৮৪ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ এবং সিএসআই সূচক ১৫.৩৪ পয়েন্ট বা ১.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১২১.০৬ পয়েন্টে এবং এক হাজার ২৯.৯৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১৩৭.৬৭ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৯৩.৯২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৪৬টি, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ১১৮ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৮ লাখ ৬ হাজার ২২৮ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪০৬ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ১০৯ টাকা বা ৬০.৭৯ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।