| শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 15 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজার। এর ফলে সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা ৭ হাজার কোটি টাকার বেশি পুঁজি হারিয়েছে। অর্থাৎ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা বা ১.০২ শতাংশ। তবে আলোচ্য সপ্তাহে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) একই সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.৭৭ পয়েন্ট বা ১.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৮.৬৫ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১২.৪৫ পয়েন্ট বা ১.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৮.৮১ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ১০.৩৫ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৪.৩৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৫.৭৩ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭.৪৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ৩১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৮কোটি ১৫ লাখ ৯০ হাজার শেয়ার ৯ লাখ ৯৩ হাজার ৭৪বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৪ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮২৩ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা বা ২৫.৯৮ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা বা ১.০২ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.৪৭ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭৮.৭৬ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৮.৭০ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭৫.৮৮ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১১.৪১ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ এবং সিএসআই সূচক ৮.৫৩ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২০৭.৯১ পয়েন্টে এবং এক হাজার ৩৯.২১ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ১০০.০৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯.৮৮ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৯১টি, কমেছে ২২১টি এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৯৪ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২০২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৬৯১ টাকা বা ৭৩.৮০ শতাংশ।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan