
বিবিএ নিউজ.নেট | শনিবার, ০৬ মার্চ ২০২১ | প্রিন্ট | 837 বার পঠিত
সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, অগ্রণী ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা আগামী ৮ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যবসায় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। দ্বিতীয় প্রান্তিকে এর লোকসান হয়েছে ২৯ পয়সা।
অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৪ মার্চ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা আগামী ৮ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে ৪০ পয়সা।
সমতা লেদারের পর্ষদ সভা আগামী ৭ মার্চ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
Posted ২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy