
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বীমা কোম্পানিগুলো সামাজিক নিরাপত্তা নিয়ে ছোট ছোট অনেক কাজ করেন। তাদের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ফান্ডের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর এই অর্থ এমন জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন যাতে দেশ ও জনগণ উপকৃত হয়। যা কোম্পানিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিবে। একইসঙ্গে তাদের ব্যবসাও বাড়বে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরি তার বক্তব্যে বলেন, কোন বীমা কোম্পানির সম্পদ যদি না বাড়ে তাহলে সে কোম্পানি দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। কোম্পানি যত ব্যবসা করুক সম্পদ বাড়তে হবে। তাহলে সবাই লাভবান হবে, দেশ লাভবান হবে। তিনি আরো বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের অনেক স্মৃতি। এটা আমাদের একটি পরিবার। আমরা এটাকে কোম্পানি মনে করিনি, পরিবার মনে করেছি। তবে আমার ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরি, কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী।
Posted ৩:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy