• সম্পদ বেড়েছে নন লাইফ ইন্স্যুরেন্স খাতে

    নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই ২০২১ | ২:৩০ অপরাহ্ণ

    সম্পদ বেড়েছে নন লাইফ ইন্স্যুরেন্স খাতে
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫১টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স এবং ৩৮টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

    এর মধ্যে ৩৬টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম প্রান্তিকের আর্থিক প্রকাশ করেছে। যার মধ্যে প্রথম প্রান্তিকে গত বছর একই সময়ের তুলনায় শেয়ার প্রতি সম্পদমূল্য বেড়েছে ৩১ কোম্পানির।

    Progoti-Insurance-AAA.jpg

    কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পুরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। প্রথম প্রান্তিক প্রকাশ করেনি দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

    জানা যায়, সম্পদমূল্য সবচেয়ে বেশি বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্সের ৫ টাকা ৫ পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ সম্পদমূল্য বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। গত বছরের তুলনায় কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৭৪ পয়সা। এরপর ফিনিক্স ইন্স্যুরেন্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৭৭ পয়সা।


    সম্পদ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো গত বছর প্রথম প্রান্তিক ৩১ মার্চ ২০২০ ও এ বছর ৩১ মার্চ ২০২১ তুলে ধরা হলো:

    অগ্রণী ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৮টাকা ১১পয়সা।

    এশিয়া ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ০৯ পয়সা।

    এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ৩৬ পয়সা।

    বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৮ টাকা ৮৩ পয়সা।

    বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ১৭ পয়সা।

    সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৫ টাকা ০২ পয়সা।

    সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৫ টাকা ৭৫ পয়সা।

    কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ১০ পয়সা।

    ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ৯৮ পয়সা।

    ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১২ টাকা ৪০ পয়সা।

    গ্লোবাল ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১২ টাকা ৬৯ পয়সা।

    গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সে এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৬৮ টাকা ৯৫ পয়সা।

    ইসলামী ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৫ টাকা ৮৯ পয়সা।

    জনতা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৪৫ পয়সা।

    কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৮ টাকা ০৫ পয়সা।

    মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৯ টাকা ০৫ পয়সা।

    নিটল ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৬ টাকা ৭০ পয়সা।

    নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২০ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ০৩ পয়সা।

    প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৬ টাকা ৬২ পয়সা।

    পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২৯ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৭ টাকা ৫৮ পয়সা।

    ফিনিক্স ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩৫ টাকা ৪১ পয়সা।

    পাওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৪৯ টাকা ৭৫ পয়সা।

    প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৫৪ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৫৩ টাকা ৫১ পয়সা।

    প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২২ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৬০পয়সা।

    পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৩ টাকা ১৪ পয়সা।

    রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৬০ টাকা ৭৩ পয়সা।

    রিপাবলিক ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৬ টাকা ০৭ পয়সা।

    রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২১ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২১ টাকা ৩০ পয়সা।

    সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২১ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৬২ পয়সা।

    স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৯ টাকা ০৯ পয়সা।

    তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৭ টাকা ৬০ পয়সা।

    প্রথম প্রান্তিকে নিট সম্পদ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

    ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৫ টাকা ২১ পয়সা।

    ইস্টার্ন ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২১ টাকা ৩২ পয়সা।

    ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ২০ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২১ টাকা ৩২ পয়সা।

    প্রাইম ইন্স্যুরেন্সের কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৭ টাকা ৬২পয়সা।

    ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩৩ টাকা ০৪ পয়সা।

     

     

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি