বিবিএনিউজ.নেট | ১০ মার্চ ২০২০ | ১১:৫৬ পূর্বাহ্ণ
আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উলেস্নখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এ সম্মাননা স্মারক পেয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
৮ মার্চ এই সমাবেশ ও পণ্য প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট থেকে উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক জামাল মোলস্না বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed