| মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 29 বার পঠিত
আওয়ামী লীগ সরকার পতনের সূবাতাস বইতে শুরু করেছে দেশের শেয়ারবাজারে। গতকাল ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর ফলে দীর্ঘদিন তলানী থাকা দেশের শেয়ারবাজার ০৬ আগস্ট সূচকের ঐতিহাসিক উত্থান হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর ছিল ঊর্ধ্বমুখী, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ জানা যায়, আজ ৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৭৭ শতাংশ বা ১৯৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৬.৪২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৪.৭৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৮ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮২.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২৫ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ১৪৩ টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৪২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯৬ শতাংশ বা ১০৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২৯.২৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৩.৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪১.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৫৯.০৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬ টির, কমেছিল ৩৭২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৫৮ টি শেয়ার ২৮ হাজার ৬৬০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪২ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকা।
Posted ৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan