• সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের গেজেটের ওপর আদেশ কাল

    বিবিএনিউজ.নেট | ১৯ অগাস্ট ২০১৯ | ২:৫৭ পিএম

    সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের গেজেটের ওপর আদেশ কাল
    apps

    সাংবাদিকদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আগামীকাল আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ উভয় পক্ষের শুনানি শেষে পরবর্তী আদেশের এই দিন ধার্য করেন।

    আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় তিনি আদালতকে জানান যে, নবম ওয়েজ বোর্ড ও এর সুপারিশগুলোকে চ্যালেঞ্জ করে করা রিটটি সময় উপযোগী নয়, কারণ সরকার এই সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি।

    তিনি আরও জানান, গেজেট প্রকাশের ১৪ দিন পর নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এ সংশ্লিষ্ট সুপারিশের বিরুদ্ধে তাদের অভিযোগ জানাতে পারে।


    গত ৫ আগস্ট নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।

    এর পরদিন রিটের প্রাথমিক শুনানি নিয়ে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৫৭ পিএম | সোমবার, ১৯ অগাস্ট ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    December 2023
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি