• সাংবাদিক হাসান আরেফিন আর নেই

    বিবিএনিউজ.নেট | ০৮ জুলাই ২০১৯ | ১১:১১ পূর্বাহ্ণ

    সাংবাদিক হাসান আরেফিন আর নেই
    apps

    দৈনিক যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) প্রাক্তন সভাপতি হাসান আরেফিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

    আজ সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

    Progoti-Insurance-AAA.jpg

    জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বাসায় বুকে ব্যথা হলে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

    তার প্রথম জানাজা আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার নিজ গ্রাম জলিসায় মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন সিনিয়র এই সাংবাদিক।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি