বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯ | প্রিন্ট | 385 বার পঠিত
সাঈদ এইচ চৌধুরী এক বছরের মেয়াদে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনর্র্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পুনর্র্নির্বাচিত হয়েছেন অশোক দাশগুপ্ত এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুনর্র্নির্বাচিত হয়েছেন জহুর উল্লাহ্।
ইংল্যান্ডে পড়াশোনা করা সাঈদ এইচ চৌধুরী ব্লু-চিপ এইচআরসি শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও। অন্যদিকে অশোক দাশগুপ্ত একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি একজন মুক্তিযোদ্ধাও। তিনি ইমট্রেক্সের প্রধান নির্বাহী এবং ইউনিরয়াল ট্রেড লিমিটেডের এমডি।
জহুর উল্লাহ্ দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি এলএল গ্রুপের চেয়ারম্যান এবং জিটেক্স লিমিটেডের এমডি ও হলিডে পাবলিকেশন্সের একজন পরিচালক।
Posted ২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed