বিবিএনিউজ.নেট | রবিবার, ২৩ জুন ২০১৯ | প্রিন্ট | 494 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। গত দুই বছর থেকে বোনাস লভ্যাংশ দিয়ে আসছে ব্যাংকটি, ২০১৭ সালে ১৫ শতাংশ এবং ২০১৮ সালের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এবং ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সাউথইস্ট ব্যাংক।
আজ রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকটির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সাল শেষে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৩৫ পয়সা। ২০১৭ সালে যা ছিল ১ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকের এনএভি অর্থাৎ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৬৬ পয়সা।
বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান দুলুমা আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসাইন প্রমুখ।
Posted ১:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed