
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | প্রিন্ট | 783 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ ক্যাশ এবং আড়াই শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাউথইস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৫ পয়সা।
আলোচিত বছরে এককভাবে সাউথইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২৯ পয়সা। আর এককভাবে এনএভপিএস ছিল ২৬ টাকা ২২ পয়সা।
আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই, মঙ্গলবার।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan