নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪ বুধবার (৯ অক্টোবর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলন উদ্বোধন করেন। তার বক্তব্যে ব্যাংকে একটি শক্তিশালী রিস্ক কালচার প্রতিষ্ঠায় এই রিস্ক কনফারেন্সের ভূমিকার গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক সময়ে ব্যাংকের বিভিন্ন সূচকে উন্নতির বিষয়গুলো তুলে ধরেন। যেমনঃ ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৯৩.৬৬ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় ৪৭% বা ২৮৫.৮৩ কোটি টাকার একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাসে আমানত প্রবৃদ্ধির পরিমাণ ২,০৭৪ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধির হার ৭% বা ২,৩৬৭ কোটি টাকা অর্জন করতে সক্ষম হয়, ব্যাংক বিগত বছরের সংস্থান ঘাটতি ৩৩০ কোটি টাকা পূরন করে ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত আরো ১০০ কোটি টাকা সংস্থানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, এছাড়াও ব্যাংক চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বানিজ্যে ২২%, রপ্তানি বানিজ্যে ৩% ও রেমিট্যান্স-এ ৩৮% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়।
তিনি ২০২৪ সালের প্রথম ৯ মাসের লক্ষ্য অর্জন করতে সক্ষম হওয়ায় শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং প্রতিটি সূচকে প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
Posted ৭:১১ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy