বিবিএ নিউজ.নেট | ২৭ ডিসেম্বর ২০২০ | ৩:৩০ অপরাহ্ণ
বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লি. এর খানজাহান আলী (রহ.) মাজার শাখার উদ্বোধন করা হয়েছে। এটি সাউথ বাংলা ব্যাংকের ৮৩তম শাখা।
আজ রোববার দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এস.এম আমজাদ হোসেন।
আরও বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ব্যাংকের পরিচালক শামীমা হোসেন, কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী আতিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাউথ বাংলা ব্যাংকের নতুন শাখাটির ব্যবস্থাপক মাহবুবুর রহমান উজ্জল।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | rina sristy