নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | 88 বার পঠিত
সানফ্লাওয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কক্সবাজার শাখার পরিচালক জাকের হোছাইনের বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে দর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে সেলিনা আখতার নামের এক গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে এ অভিযোগ করেন। গত ৩ মার্চ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার এ অভিযোগ জমা দেয়া হয়েছে।
যার স্মারক নং-৮৬৬। এতে উল্লেখ করা হয়েছে, কোম্পানির পরিচালক জাকের হোছাইন গ্রাহকদের মোট ১ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৮৩৫ টাকা আত্মসাত করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যানকে বলা হয়েছে। সেলিনা আখতার জাকের হোছাইনের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করেন, তিনি ২০২১০ সালে সানফ্লাওয়ার কোম্পানিতে ১০ বছর মেয়াদের আল-আরাফাহ ইসলামী জীবন বীমা (তাকাফুল) নামে একটি জীবন বীমা প্রকল্প চালু করেন।
২০২১ সালে পলিসির মেয়াদ শেষ হয়। তবে নতুন করে আশ্বাস দিয়ে আরও প্রায় ৩ বছর পার করা হলেও এখনো টাকা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমার সকল কাগজ দিয়ে টাকা তুলে নিয়েছে জাকির। তিনি বলেন, শুধু আমি একা নই এমন আরও অনেক গ্রাহকের টাকা তুলে নিয়ে নিজের আখের গুছিয়েছে এ পরিচালক। এ বিষয়ে অভিযুক্ত জাকের হোসাইনের সাথে মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
Posted ৯:১১ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | rina sristy