নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর ২০২১ | ৫:৪৬ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার বিকাল ৪.০০ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারপারসন অধ্যাপিকা রুবিনা হামিদের সভাপতিত্বে অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. কাজী আকতার হামিদ, অ্যাডভোকেট শায়লা ফেরদৌস শান্তাজ বানু, রাহাত মালেক, নরুল ফজল বুলবুল, মো. জয়নাল আবেদীন এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আসলাম রেজা, সিএফও মো. রবিউল আলম এফসিএস। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আব্দুল আজিজ। এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিতি ছিলেন।
সভায় গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলির প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে উক্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বাংলাদেশ সময়: ৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy