বিবিএনিউজ.নেট | ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ৪:৩০ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারপারসন অধ্যাপিকা রুবিনা হামিদের সভাপতিত্বে সভায় অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবানা মালেক, ড. কাজী আকতার হামিদ, অ্যাডভোকেট শায়লা ফেরদৌস শান্তাজ বানু, আলহাজ মফিজুর রহমান, রাহাত মালেক, রায়ান হামিদ, মো. জয়নাল আবেদীন এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আসলাম রেজা, সিএফও ড. কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র জিএম মো. সোনামুদ্দিন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব রবিউল আলম। এছাড়া সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিতি ছিলেন।
সমাপ্ত ২০১৮ অর্থবছরে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগকারীদের নো-ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটি আলোচ্য বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed