নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২৮ মে ২০২৩ | প্রিন্ট | 60 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতের। একই সময়ে দর কমেছে ৬ খাতের এবং বাকী ৩টি খাতে দর অপরিবর্তিত রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১০.৪১ শতাংশ দর বেড়েছে। এরপরে জীবন বীমা খাতে ৭.৭৬ শতাংশ এবং সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৪৫ শতাংশ করে দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ১.৭৮ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৪৬ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩.৪৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৪২ শতাংশ, আর্থিক খাতে দশমিক ০.১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৬৮ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৪০ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৪৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫৩ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৭.০৬ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ব্যাংক, সিরামিক, জ্বালানি-বিদ্যুৎ, আইটি, বিবিধ ও বস্ত্র খাত।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan