
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 287 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ইউনিটটির দর ২০.৩৬ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ১৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৯ লাখ ৪ হাজার টাকা।
ফেডারেল ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ই-জেনারেশন লিমিটেড ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan