নিজস্ব প্রতিবেদক | ২৮ মে ২০২১ | ১০:৩১ অপরাহ্ণ
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইারের শীর্ষে ওঠে এসেছে সালভো কেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সালভো কেমিক্যালের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ১০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৩৬.৯২ শতাংশ। এর মাধ্যমে সালভো কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে গ্রীন ডেলটা ইন্সুরেন্সের ৩৫.২০ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৩৩.১৯ শতাংশ, এবি ব্যাংকের ৩০.৮৩ শতাংশ, আমান ফিডের ৩০.৬৩ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২৯.৬৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ২৯.৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২৯.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ২৭.৩৬ শতাংশ এবং আমান কটনের ২৫.৮৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১০:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan