নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর ২০২১ | ১১:৪০ অপরাহ্ণ
বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১৮০.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬১৮.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৬২ টাকা বা ২১.৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ১৯.৬৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১৮.৯৭ শতাংশ, ফরচুন সুজের ১৬.০৭ শতাংশ, রেকিন বেনকিজারের ১৫.৮০ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১৫.২২ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৩.৮৩ শতাংশ, ইউনিলিভারের ১১.৮০ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ১১.৬৭ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ১০.৮১ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ সময়: ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan