| শুক্রবার, ১০ মে ২০২৪ | প্রিন্ট | 63 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে উত্তরা ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৬.১৫ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৬ টাকায়। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ২০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর কমেছে ১০.৩৩ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৪ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৫০ পয়সা।
১০.২৬ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৫৮ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৬ টাকা ৩০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ১০.২৪ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৭৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৯.১০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৭.৯৮ শতাংশ, বিচ হ্যাচারির ৬.৪৯ শতাংশ, আইটিসির ৬.৪৬ শতাংশ এবং সি পার্ল হোটেলের ৫.৮৯ শতাংশ দর কমেছে।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan