
| শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 40 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৯-২৩ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাওয়ার গ্রিডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২১.৪৬ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর কমেছে ১৩.৮৩ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৬০ পয়সা।
১১.৫৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭০৫ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬২৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮১ টাকা ৪০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ১০.৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৫৫ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৯.৪৭ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্র্রিজের ৯.৪২ শতাংশ, সিএনএ টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.২২ শতাংশ দর কমেছে।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan