| শুক্রবার, ১২ জুলাই ২০২৪ | প্রিন্ট | 43 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমারের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৮৬ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪০ পয়সায় । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভিকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ২৯.১৯ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৭ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা।
২০.২৩ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সালভো কেমিক্যাল।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪৪ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.২৯ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৫.২০ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫.০০ শতাংশ, বিচ হ্যাচারির ১৪.৫৭ শতাংশ, খান ব্রাদার্সের ১৪.৫৬ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ১৪.৪৯ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ১৩.০৮ শতাংশ দর বেড়েছে।
Posted ১:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan