| শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 14 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সি পার্ল হোটেলের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৯৯ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৬ টাকা ৭০ পয়সা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৬.১৮ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২০৩ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৩৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩২ টাকা ৯০ পয়সা।
১৪.২৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সোনালী পেপার।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৬৯ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৯৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ১০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডমিনেজ স্টিলের ১৪.০৫ শতাংশ, সোনালী আঁশের ১২.৩৭ শতাংশ, এসকে ট্রিমসের ১১.৭৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ১১.৫১ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ১০.৬০ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৯.৮৬ শতাংশ এবং এমারেল্ড অয়েলের ৯.২৭ শতাংশ দর বেড়েছে।
Posted ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan