
| শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 305 বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে প্রিমিয়ার ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ১৮.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিকি টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রোর ১৪.৭৮ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১২.৯৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ১২.৪৬ শতাংশ, সিটি ব্যাংকের ৮.৪৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭.৬৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.৫৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৭.৫৫ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৫৫ শতাংশ কমেছে।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan