নিজস্ব প্রতিবেদক: | ১৪ জানুয়ারি ২০২৩ | ৩:৪২ অপরাহ্ণ
বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৪২২ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে৩৭২ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫০ টাকা ২০ পয়সা বা ১১.৮৮ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৯.৩০ শতাংশ,মনোস্পুল পেপারের ৮.৩৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৫.৩১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৮৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.৮৭ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৮২ শতাংশ, নর্দার্ন জুটের ৪.৮২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৪.৭৯ শতাংশ এবং ৪.৭৯ শতাংশদর কমেছে।
বাংলাদেশ সময়: ৩:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan