নিজস্ব প্রতিবেদক | ২৮ মে ২০২১ | ১০:৫১ অপরাহ্ণ
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৩ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৭০১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৮১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৪ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা।
লংকাবাংলা ফাইন্যান্স লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৪ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৬৪ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা, পাইওনিয়ার ইন্সুরেন্স ১৫৭ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকা, সাইফ পাওয়ার ১৫৫ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১২১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা, আইএফআইসি ব্যাংক ১১১ কোটি ৫২ লাখ ১২ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১১১ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকা এবং ন্যাশনাল ফিড মিলের ১০৬ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan