নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ জুলাই ২০২১ | প্রিন্ট | 276 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল অব্যাহত রেখেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯৪ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ২০ লাখ ৬৯ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৮৬ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮২ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকা।
লাফার্জ হোলসিম লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫০ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ১১১ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকা, সোনালী লাইফের ১১০ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ৮৯ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৯ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকা, সাউথইস্ট ব্যাংকের ৮১ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা, আলিফ ম্যানুফ্যাকচারিংযের ৮১ কোটি ৪০ লাখ টাকা এবং আমান ফিডের ৮১ কোটি ২৭ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan