| শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২২ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৪১ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮৪ টাকা ৩০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১২ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৫ টাকা ৩০ পয়সা।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বিএটিবিসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৩ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩২৬ টাকা ৫০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট্রোলিয়ামের ৭২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৬৪ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫৫ কোটি ৮৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৪ কোটি ৯৮ লাখ টাকা, ফরচুন সুজের ৫৩ কোটি ৮৩ লাখ টাকা এবং ইজেনারেশনের ৫১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ১:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan