নিজস্ব প্রতিবেদক: | ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৩২ অপরাহ্ণ
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৫ লাখ ৯২ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৪ লাখ ৭৭ হাজার ৬৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, এপেক্স ফুটওয়্যার এবং মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারীজ লিমিটেড।
বাংলাদেশ সময়: ৯:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan