নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই ২০২১ | ১২:২৮ অপরাহ্ণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সাবেক এই মেয়রের ব্যাংক হিসাবে কি পরিমাণ অর্থ জমা আছে তা জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (২৭ জুলাই) বিএফআইইউর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে হবে।
এর আগে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল।
বাংলাদেশ সময়: ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan