| সোমবার, ০১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 61 বার পঠিত
ছাগলকাণ্ডে বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেয়ার মাধ্যমে দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল ।
আজ সোমবার সংস্থাটির সহকারি পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান চালায় ।
চলতি বছরের শুরুতে কোন প্রক্রিয়ায় সরকারের এ প্রতিষ্ঠান থেকে ১৫টি ব্রাহমা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে দেয়া হয়েছে, এ নিয়ে খোঁজ নেয় দুদকের টিম।
ব্রাহমা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও ২০২১ সালে আমেরিকা থেকে ১৮টি ব্রাহমা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন সাদিক অ্যাগ্রোর ইমরান।
এ সময় কাস্টমস এগুলো জব্দ করে গো প্রজনন কেন্দ্রে পাঠিয়েছে। জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু তিন বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে নিলামে অংশ নিয়ে, সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক অ্যাগ্রো। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক।
সম্প্রতি সাদিক অ্যাগ্রো থেকে ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | rina sristy