• সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবে বিসিবি

    ক্রীড়া প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০২১ | ৩:২২ অপরাহ্ণ

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবে বিসিবি
    apps

    টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বয়ে যায়। প্রায় সব ক্রিকেটারকেই সমালোচনার শূলে চড়ানো হয়। যা গায়ে মেখে ফেলেন অনেক ক্রিকেটারই। তাতে প্রভাব পড়ে পারফরম্যান্সেও। এই চাপ থেকে ক্রিকেটারদের দূরে রাখার বন্দোবস্ত করতে চান নাজমুল হাসান। খেলা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন বিসিবি সভাপতি।

    বাংলাদেশ ক্রিকেট দলের ভালো পারফরম্যান্সে সবখানে খুশির জোয়ার বয়ে যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা বন্যায় ভাসানো হয় ক্রিকেটারদের। খারাপ পারফরম্যান্সের ফলটা হয় বিরূপ। সমালোচনার ঝড় বয়ে যায় সবখানে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা ক্রিকেটারদের কাছে পৌঁছাতেও সময় লাগে না। এটা ক্রিকেটারদের জন্য বিরাট চাপের হয়ে যাচ্ছে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    Progoti-Insurance-AAA.jpg

    শনিবার সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘একটা সিরিজের জন্য ওদের নিয়ে যা বলা হয়, এটা কি ঠিক? অকল্পনীয়, আমার বিশ্বাসই হয় না। এই যে বাবর আজম, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। আমাদের দেশে রান করেছে? তাই বলে ওর বিরুদ্ধে এ রকম লেখা হয়? কেন আমাদের খেলোয়াড়দের বেলায় এমন হয়? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কিন্তু মিডিয়া করে না, সোশ্যাল মিডিয়া। খেলোয়াড়দের জন্য এটা বিরাট চাপ হয়ে দাঁড়াচ্ছে। এটা থেকে বের হতে হবে।’

    ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে সতর্ক করে বিসিবি সভাপতি বলেন, ‘আমি ওই লাইনে চিন্তা করি না। আমি বরং চিন্তা করছি কীভাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া যায়, ওরা যেন খেলা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকে। খেলা চলাকালীন শুধু খেলায় মনোযোগী থাকে সেটা চিন্তা করছি।’


    বিসিবি সভাপতির দাবি, অনেকেই আছেন; যারা সব বুঝেও ক্রিকেটারদের সমালোচনা করেন। এ সময় তিনি টিভি টক শোর ব্যাপারটিও উল্লেখ করেন। তার ভাষায়, ‘খেলোয়াড়দের বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। যারা না বুঝে বলে, সেটা এক জিনিস। কিছু লোক আছে সব জানে, তারপরও টিভিতে টক শোতে যখন বলে, জেনেশুনে, দেশের বিরুদ্ধে বলে।’

    /এস

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:২২ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ছোটপর্দায় আজকের খেলা

    ০৪ জানুয়ারি ২০১৯

    ছিটকে পড়লেন হার্দিক পান্ডিয়া

    ২১ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি